বিল্ডিং পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। প্রতিদিনের নানাবিধ খরচের হিসাব নিকাশ করা,
আয়-ব্যয় বিবরণী প্রস্তুত, ব্যালেন্স শিট তৈরি সর্বোপরি সকল ফ্ল্যাট মালিকদের সার্ভিস চার্জ আদায় এবং রশিদ প্রদান করতে
যথেষ্ট সময় এবং শ্রম ব্যয় করতে হতো। পেশাগত দায়িত্ব পালনের পর এসকল কাজ জীবনকে বিষিয়ে তুলেছিল।
বর্তমানে ভবন বিল্ডিং ম্যানেজমেন্ট এর ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সেই সমস্যার সহজ সমাধান করতে পেরেছি।
এখন সকল কার্যক্রম অটোমেটিক ভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভবন কে।
- মোঃ আব্দুল হাকিম
সভাপতি, রিয়েল ক্রিসেট এ্যাপার্টমেন্ট মালিক সমিতি, মিরপুর-১, ঢাকা।
আমি দীর্ঘদিন ধরে এই ধরনের সমাধান খুঁজছিলাম। যদিও আমি প্লে স্টোর থেকে কিছু ব্যবহার করেছি কিন্তু
কোনটাই ভবন অ্যাপ এর মতো এত সহজ এবং স্মার্ট ছিল না। ভবন অ্যাপ ব্যবহারের আগে বিল্ডিং এর আয় এবং ব্যয় পরিচালনা এত সহজ ছিল না!
- আশিক হাসান
সেক্রেটারি, অনন্যা রিজেন্সি অ্যাপার্টমেন্ট, কলাবাগান, ঢাকা।